
ছবি সংগৃহীত
সুপার টাইফুন রাগাসা দুর্বল হলেও এখনও তীব্র শক্তি নিয়ে চীনের স্থলভাগে প্রবেশ করেছে। ঝড়ের আগে সতর্কতা হিসেবে দক্ষিণ চীনের গুয়াংদং প্রদেশ থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাগাসাকে চীনা আবহাওয়াবিদরা “ঝড়ের রাজা” বলে আখ্যা দিয়েছেন। তাদের আশঙ্কা, কয়েক ঘণ্টার মধ্যেই এক মাসের সমান বৃষ্টি হতে পারে, যা বড় ধরনের বন্যা ও ভূমিধস ডেকে আনতে পারে।
এর আগে রাগাসা তাইওয়ানে আঘাত হানে। সেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ। ভারী বৃষ্টির কারণে পূর্ব তাইওয়ানের একটি হ্রদের তীর ভেঙে নতুন করে প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। ওই হ্রদটি গত জুলাইয়ে টাইফুন উইফার কারণে সৃষ্ট ভূমিধসে তৈরি হয়েছিল।
বিশেষজ্ঞরা রাগাসাকে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি হিসেবে বিবেচনা করছেন। ফিলিপিন্স ও হংকংয়েও ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফিলিপিন্সে প্লাবনে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। হংকংয়ে ৬২ জন আহত, চার শতাধিক গাছ উপড়ে যাওয়া, ১৫টি স্থানে বন্যা এবং একটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।