
ছবি সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শত শত কর্মী ইসরায়েলের কারাগারে রয়েছেন। গত শুক্রবার তাদের সমুদ্র থেকে আটক করে আশদোদ বন্দরে নেওয়া হয়, পরে বিভিন্ন কারাগারে রাখা হয়েছে। আটক কর্মীদের মধ্যে সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৭০ জন ছিলেন।
কারাগারে আটক থাকা অবস্থায় কর্মীরা খাবার ও ওষুধের অভাবের অভিযোগ তুলেছেন। কিছু কর্মী জানিয়েছেন, তাদের ৪৮ ঘণ্টা ধরে খাবার দেওয়া হয়নি এবং পানি অনিরাপদ বা নিম্নমানের।
ইসরায়েলের নৌবাহিনী ফ্লোটিলার ৪২টি জাহাজ অবৈধভাবে আটক করেছে। জাহাজগুলো গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা বহন করছিল। ইতালির চার নাগরিককে দ্রুত নির্বাসনে পাঠানো হচ্ছে, অন্যান্য দেশের কর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক চারজন ইতালীয় সংসদ সদস্য সুস্থ থাকলেও অস্বস্তিকর পরিবেশে কারাগারে রয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলাকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন উদ্যোগ’ হিসেবে সমালোচনা করেছেন।
ফ্লোটিলা আটক নিয়ে বিশ্বব্যাপী, বিশেষ করে ইতালিতে, ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে।