সোমবার ২০ অক্টোবর ২০২৫, কার্তিক ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতিসংঘ অধিবেশনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ অধিবেশনের আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর ঠিক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর মাধ্যমে ফ্রান্স সেই দেশগুলোর কাতারে যোগ দিল যারা সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং পর্তুগাল একই সিদ্ধান্ত নেয়।

জাতিসংঘে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আজ আমি ঘোষণা করছি, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।” তিনি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আরও বলেন, “দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে রক্ষা করতে হবে।”

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা ইসরায়েলের ওপর নতুন কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে গাজায় চলমান সংঘর্ষের মধ্যে এই সিদ্ধান্তের আলাদা তাৎপর্য রয়েছে। সাম্প্রতিক হামলায় ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো অঞ্চল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়