বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উইন্ডসর ক্যাসলে ট্রাম্প–মেলানিয়ার জন্য রাজকীয় নৈশভোজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

উইন্ডসর ক্যাসলে ট্রাম্প–মেলানিয়ার জন্য রাজকীয় নৈশভোজ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে সম্মান জানাতে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে জমকালো নৈশভোজের আয়োজন করেন। সেখানে প্রায় ১৬০ জন অতিথি অংশ নেন।

ঝলমলে হলঘরে টেবিল সাজানো ছিল ১ হাজার ৪৫২টি ছুরি–কাঁটা ও তৈজসে। প্রতিটি আসনে পাঁচ ধরনের গ্লাস রাখা হয়। মেন্যু ছিল ফরাসি ভাষায় লেখা, সাথে পরিবেশন করা হয় কয়েক পদের ওয়াইন ও বিশেষ ককটেল ট্রান্স–আটলান্টিক হুইস্কি সাওয়ার।

ভোজের শুরুতে ছিল হ্যাম্পশায়ার ওয়াটারক্রেস প্যানা কোটা, পারমেজান শর্টব্রেড ও কোয়েলের ডিমের সালাদ। মূল পদে ছিল কুর্গেট মোড়ানো অর্গানিক নরফোক চিকেন ব্যালোটিন, টাইম ও সেভোরি ইনফিউজড জু। ডেসার্টে ছিল ভ্যানিলা আইসক্রিম বম্ব, কেন্টিশ রাস্পবেরি সোরবে ও হালকা পোচড ভিক্টোরিয়া প্লাম।

ভোজসভায় ট্রাম্প-কন্যা টিফানি, প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট, রাজকন্যা অ্যান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ রাজনীতি, ব্যবসা ও প্রযুক্তি অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ট্রাম্প দম্পতি দুই দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়