
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত এবং দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটে।
রাজ্য পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, পারিবারিক বিরোধের তদন্তে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়। তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো নিহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং শোক প্রকাশ করে রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।