
ছবি সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সরকারি জরুরি ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যাওয়ার পথে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী শ্রমিক হঠাৎ সড়ক পার হলে তাকে বাঁচাতে গিয়ে শাহিনুর ছিটকে পড়েন। পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহিনুর মানিকগঞ্জের সূতিপাড়া ইউনিয়নের বালিথা দক্ষিণপাড়ার মালয়েশিয়া প্রবাসী আবু সাইদের ছেলে এবং মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। স্ত্রী ও দেড় বছরের এক সন্তান রেখে গেছেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।