শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কানাডায় দাবানল: হ্যালিফ্ল্যাস্কে ৭ দিনের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ২৯ মে ২০২৩

কানাডায় দাবানল: হ্যালিফ্ল্যাস্কে ৭ দিনের জরুরি অবস্থা জারি

ছবি: ইন্টারনেট

দাবানলের কারণে কানাডার নোভা স্কটিয়ার প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্সে সাত দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে স্থানীয় কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল বিদ্যুৎ সরবরাহ।

স্থানীয় সময় রোববার (২৮ মে) গভীর রাতে নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা বাসিন্দাদের নিরাপদে রাখতে দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছেন।

দেশটির সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর নগরীটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে এই জরুরি অবস্থাসহ সতর্ক ব্যবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।

টুইট বার্তায় আরও জানানো হয়েছে, যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

রজার্স বেল কানাডার বেল এলিয়েন্টসহ টেলিযোগাযোগ সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে, দাবানলের কারণে সরিয়ে নেয়া কমিউনিটির কিছু গ্রাহক সেবা বঞ্চিত হতে পারে।

সূত্র: সিবিসি নিউজ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়