বুধবার ০২ জুলাই ২০২৫, আষাঢ় ১৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু গোলাম মোস্তফা খান মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৪ নভেম্বর ২০২২

একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু গোলাম মোস্তফা খান মারা গেছেন

ছবি সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান মারা গেছেন। রোববার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নৃত্যশিল্পী গোলাম মোস্তফা নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

গত ২৮ অক্টোবর গোলাম মোস্তফাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৭০-এর দশকে বাংলাদেশের অন্যতম নৃত্যশিল্পী ছিলেন গোলাম মোস্তফা। তার নির্দেশিত নৃত্যনাট্যের মধ্যেবেণুকার সুর’, ‘তিন সুরে গাঁথাএবংরক্তলাল অহংকারঅন্যতম। ১৯৮০ সালে তিনিবেণুকা ললিতকলা কেন্দ্রনৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রসঙ্গত, ২০২০ সালে একুশে পদক, ২০১৬ সালে শিল্পকলা একাডেমির পদক পেয়েছেন গোলাম মোস্তফা। এছাড়া নৃত্যে বিশেষ অবদানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারও পেয়েছেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়