শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২১ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ২০২৪২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিট, ফেব্রুয়ারী বিজ্ঞান ইউনিট, ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের পরীক্ষা জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

কমিটির এক সদস্য জানান, ২৫ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর প্রস্তাবনা ছিল। তবে বিশ্ব ইজতেমার জন্য আইবিএসহ দুইটি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়