মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, পৌষ ৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ১৪ মার্চ ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

ছবি: ইন্টারনেট

জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী এপ্রিল থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে মে পর্যন্ত।

সোমবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান।

আতাউর রহমান জানান, প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত। জুন থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়