
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এ সিদ্ধান্তের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতার ওপর। আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শুল্ক আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) স্বাক্ষর করেছে, যা আন্তর্জাতিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র এই চুক্তিতে নিজেদের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে প্রধান নিয়ামক হিসেবে ব্যবহার করেছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত থাকলে বাংলাদেশ সেই চুক্তিতে যাবে না। স্বল্প বা দীর্ঘ মেয়াদে বাণিজ্যিক সক্ষমতা বা অর্থনীতির ক্ষতি হলে চুক্তি রক্ষা সম্ভব নয়।
চুক্তি স্বাক্ষরের পর গোপনীয়তা শর্ত প্রকাশের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সম্মতির পর তথ্য প্রকাশে যৌথ বিবৃতি আসতে পারে। তিনি বলেন, কিছু তথ্য ফাঁস হলেও তাতে দেশের স্বার্থবিরোধী কিছু ছিল না— যেগুলো ছিল, সেগুলো আলোচনা করে বাদ দেওয়া হয়েছে।