সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যৌথবাহিনীর অভিযানে হামলা, সেনা কর্মকর্তা নিহত

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৪

যৌথবাহিনীর অভিযানে হামলা, সেনা কর্মকর্তা নিহত

ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনা ঘটে বলে জানা যায়।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বিষয়ে গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়।

রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান।

ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল বেলালসহ তিনজনকে আটক করা হয়। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়