বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৩২

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১২ নভেম্বর ২০২২

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার ৩২

ছবি সংগৃহীত

রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ার থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ‘সরকারবিরোধী ষড়যন্ত্রকরতে টাওয়ারের ফুড কোর্টে জড়ো হয়েছিলেন এই ব্যক্তিরা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বনানী থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদও রয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। কাফরুল থানায় একটি মামলা ছিল, সেই মামলায় তারা পলাতক আসামি।

এছাড়া শুক্রবার রাতে মূলত তারা সরকারবিরোধী ষড়যন্ত্রের জন্য গোপন বৈঠকে মিলিত হন বলেও দাবি করেন কাফরুল থানার ওসি। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়