মঙ্গলবার ২১ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৩০ এপ্রিল ২০২৪

বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক

ছবি: ইন্টারনেট

আমেরিকায় বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নিউইয়র্কের বাফেলো শহর।

শনিবারের (২৭ এপ্রিল) এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় সময় রোববার বাফেলো মুসলিম সেন্টারে জড়ো হয় হাজারো মানুষ।

বিক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সময় জনতার তোপের মুখে পড়েন স্থানীয় মেয়র পুলিশ কমিশনার।

এদিকে, ঘটনার একদিন পর সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী দুর্বৃত্তের ছবি প্রকাশ করলেও তার নাম পরিচয় জানায়নি বাফেলো পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টায় বাফেলোর জিনার স্ট্রিটে হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল মিয়া (৪৩)

বাবুল মিয়া আগে সপরিবারে থাকতেন ম্যারিল্যান্ডে। সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন। আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী এবং দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। ঘটনার সময় তারা বাড়ির সংস্কার কাজ করছিলেন। গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়