শনিবার ১৮ অক্টোবর ২০২৫, কার্তিক ২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বর্জন করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বর্জন করল পাকিস্তান

ছবি সংগৃহীত

এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তান দলের সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে না গিয়ে আলোচনায় এসেছে বাবর আজমের দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী শনিবার রাত ৮টায় দুবাইয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু কোনো কারণ না জানিয়েই তা বাতিল করে দলটি। যদিও খেলোয়াড়রা ঠিকই অনুশীলনে অংশ নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান।

আগামী রোববার ভারত–পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। গ্রুপ পর্বের ম্যাচেও তিনি একই দায়িত্বে ছিলেন। সেই ম্যাচ শেষে করমর্দন না করা নিয়ে বিতর্কের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ তোলে যে, পাইক্রফট নাকি ভারতের পক্ষ নিয়েছিলেন।

পরবর্তীতে আইসিসির উদ্যোগে পাকিস্তান দলের অধিনায়ক, কোচ এবং টিম ম্যানেজারের সঙ্গে বৈঠক হয়। পিসিবির দাবি, পাইক্রফট তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে আইসিসি সে দাবি অস্বীকার করেছে।

ভারত অবশ্য নির্ধারিত সংবাদ সম্মেলন করেছে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়