
ছবি সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল টাইগাররা।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। প্রথম বলেই চার মেরে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তবে পরের দুই বলে জাকের ও শেখ মেহেদীর আউটে চাপ বাড়ে। শেষ পর্যন্ত পঞ্চম বলে কাঙ্ক্ষিত রান তুলে নেন নাসুম আহমেদ, নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও লিটন দাস গড়েন ৩৪ বলে ৫৯ রানের জুটি। লিটন ২৩ রানে ফিরলেও সাইফ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪৫ বলে ৬১ রান করেন। পরে তাওহিদ হৃদয় ৩৭ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তার চতুর্থ ফিফটি এবং এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ঝড়ো শুরু থামান তাসকিন আহমেদ। পরে শেখ মেহেদী ফিরিয়ে দেন মেন্ডিস ও মিশরাকে। শেষ দিকে দাসুন শানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের স্কোর দেন। তাকে সঙ্গ দেন চারিথ আসালঙ্কা, ১২ বলে ২১ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ১৯ রানে ৩ উইকেট নেন, শেখ মেহেদী পান ২ উইকেট।
সুপার ফোরের পরবর্তী দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয়