সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যেভাবে বেলজিয়ামে গেলেন হাছান মাহমুদ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৪

যেভাবে বেলজিয়ামে গেলেন হাছান মাহমুদ

ছবি সংগৃহীত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সংযুক্ত আরব আমিরাত জার্মানি হয়ে বেলজিয়ামে চলে গেছেন।

জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

জানা গেছে, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া . হাছান মাহমুদকে ডুসেলডর্ফ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন।

বকুল জানান, গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায় জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে পৌঁছান হাছান মাহমুদ। সেখান থেকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান।

এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকাচট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়