
ছবি: ইন্টারনেট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোটা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছে। সরকার আন্তরিক বলেই করেছে।
উচ্চ আদালতে এটি মিমাংসা না হওয়া পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করা উচিত নয়। এসময় ভোগান্তি হবে এধরণের কর্মসূচি পরিহার করার আহবান।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আহবান জানান।
তিনি বলেন এখানে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে। বিএনপি ও সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। সমর্থন করে অংশ নিয়েছে এই আন্দোলনে। আন্দোলন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি বলেন বিএনপির সরকার উৎখাতের বক্তব্য দিবাস্বপ্ন।