ছবি: ইন্টারনেট
ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই পরিস্থিতিতে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৩ই জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছে আওয়ামী লীগ সরকার। সরকারপ্রধান শেখ হাসিনার বহু প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। সারাদেশ উন্মুক্ত কারাগার; উন্মুক্ত বিষাক্ত চেম্বার।
রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের ঈদ নেই; তাদের ভাগ্যে লেখা আছে কারাগার জীবনযাপন।
এসময় তিনি আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।