রোববার ১৯ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোটও জনগণ বর্জন করবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ৭ মে ২০২৪

আপডেট: ১৮:২০, ৭ মে ২০২৪

সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোটও জনগণ বর্জন করবে: রিজভী

ছবি: ইন্টারনেট

উপজেলা নির্বাচনকে সংসদ নির্বাচনের মতই বর্জন করবে জনগন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার যে ১৪১টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে, তাতে জনগণ ভোট দিতে যাবে না।

উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর বনানী এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ দাবি করেন। বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত এ সময় লিফলেট বিতরণ করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। একেকজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে ১২শ’ থেকে ১৮শ’ গুণ।

বিএনপির এ নেতা আরও বলেন, ডামি-প্রতারণার নির্বাচনে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়