সোমবার ২৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সরকারের ব্যর্থতায় সীমান্তে অস্থিরতা: মঈন খান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ৪ এপ্রিল ২০২৪

সরকারের ব্যর্থতায় সীমান্তে অস্থিরতা: মঈন খান

ছবি সংগৃহীত

সরকারের ব্যর্থতায় দেশের সীমান্ত এলাকা অস্থির হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

আজ বৃহস্পতিবার ( এপ্রিল) সকালে দলের কারান্তরীণ যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে অভিযোগ করেন মঈন খান।

তিনি বলেন, বাংলাদেশ যদি সঠিকপথেই চলতো তাহলে ব্যাংকে ডাকাতি হলো কেন? সরকার শুধু রাজনীতিকে ধ্বংস করেনি দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছে। সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে সরকারের ব্যর্থতায় রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার কারণে। তাই ব্যাংক ডাকাতিতে অবাক হওয়ার কিছু নেই। দেশ চালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশে রোহিঙ্গা এসেছিল। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের দুইবার ফিরিয়ে দেয়া হয়েছে। একবার খালেদা জিয়ার সময় আরেকবার  জিয়াউর রহমানের সময়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়