
ছবি সংগৃহীত
সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ পাড় ছাড়া ঢাকার ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে বিবেচনা করবে বিএনপি।
সোমবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস এ কথা বলেন।
তিনি বলেন, সমাবেশ করতে প্রশাসন চাইলে বিকল্প পছন্দের জায়গার নাম দিবে বিএনপি।
তিনি আরও বলেন, বিএনপিকে ছাড় দেওয়ার সে কে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে এমন প্রশ্নও তুলেন বিএনপির সিনিয়র এ নেতা।
সমাবেশ বানচাল করতে হামলা গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ তুলে মির্জা আব্বাসের হুশিয়ারি -কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে । এরই মধ্যে প্রায় ৫০০ নেতাকর্মীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তথ্য দেয়া হয় সংবাদ সম্মেলনে।