ছবি সংগৃহীত
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের অতীতের সাংবাদিকতার মানদণ্ড হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে রয়টার্সের সাম্প্রতিক কিছু প্রতিবেদনে ভুল, পক্ষপাত ও উদাসীনতা স্পষ্ট।
গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “রয়টার্সে সাত বছর কাজ করেছি। তাদের সম্পাদনা-ধারা ও পেশাদার নীতিমালা ভালোভাবে জানি। কিন্তু এখন মনে হচ্ছে, প্রতিষ্ঠানটি আর আগের মতো সাংবাদিকতার উচ্চমান ধরে রাখতে পারছে না।”
তিনি উল্লেখ করেন, গত দেড় বছরে বাংলাদেশ নিয়ে রয়টার্স অন্তত তিনটি বড় ভুল করেছে—
প্রথমত, এক আইনজীবী হত্যার খবরে ভুয়া উদ্ধৃতি ও ভুল পরিচয় ব্যবহার করা হয়েছিল।
দ্বিতীয়ত, প্রতিবেদনে ব্যবহৃত একটি ভিডিওর ঘটনার সঙ্গে খবরের কোনো সম্পর্ক ছিল না।
তৃতীয়ত, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ঘিরে প্রকাশিত প্রতিবেদনে ভুলভাবে দাবি করা হয়েছিল যে, বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ শান্তিরক্ষা মিশনে সম্মত হয়েছে।
আজাদ মজুমদার বলেন, এসব ঘটনায় রয়টার্স পরে সংশোধন আনলেও প্রকাশ্যে কোনো ব্যাখ্যা বা দুঃখপ্রকাশ করেনি। তাঁর মতে, “এখন মনে হয়, রয়টার্স আর সেই সাংবাদিকতার মানদণ্ড বহন করছে না, যার জন্য একসময় তারা বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্য ছিল।”































