বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আন্তঃনগর বাদে বাকি ট্রেনগুলোর চলাচল শুরু

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৩ আগস্ট ২০২৪

আন্তঃনগর বাদে বাকি ট্রেনগুলোর চলাচল শুরু

ছবি সংগৃহীত

আজ সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে ২৪ দিন পর মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।

জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এর আগে সোমবার থেকে শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান গত ১১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে কেনা যাবে। তবে পারাবত জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। এরপর সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত - আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেছে কমিউটার ট্রেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়