বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ থেকে শুরু হচ্ছে উচ্চ আদালতের বিচারকাজ

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ১২ আগস্ট ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে উচ্চ আদালতের বিচারকাজ

ছবি সংগৃহীত

আজ থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে শুরু হচ্ছে। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে রোববার হাইকোর্টের ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। নতুন এই বেঞ্চগুলোর মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ। এগুলো হচ্ছে, বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি মো. বজলুর রহমান (রিট), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া বিচারপতি মো. বশির উল্লাহ (দেওয়ানি), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (কোম্পানি বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান (রিট), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ফৌজদারি), বিচারপতি এস এম কুদ্দুস জামান বিচারপতি কে এম রবিউল হাসান (ফৌজদারি), বিচারপতি মো. আতোয়ার রহমান বিচারপতি মো. আলী রেজা (ফৌজদারি) এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ (দেওয়ানি)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আগস্ট সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়