ছবি সংগৃহীত
আজ থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে শুরু হচ্ছে। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে রোববার হাইকোর্টের ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। নতুন এই বেঞ্চগুলোর মধ্যে ৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩টি একক বেঞ্চ। এগুলো হচ্ছে, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমান (রিট), বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. বশির উল্লাহ (দেওয়ানি), বিচারপতি খিজির আহমেদ চৌধুরী (কোম্পানি বেঞ্চ), বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান (রিট), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (দেওয়ানি ও ফৌজদারি), বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান (ফৌজদারি), বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজা (ফৌজদারি) এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ (দেওয়ানি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ৪ আগস্ট সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।