রোববার ২৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইনজীবী যুথীর আগাম জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৯ মার্চ ২০২৪

আইনজীবী যুথীর আগাম জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

ছবি: ইন্টারনেট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনা ফলাফল নিয়ে মারামারির ঘটনায় করা মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন শুনতে নতুন বেঞ্চ ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এই আগাম জামিন শুনানির জন্য এরই মধ্যে নথি পৌঁছে দেয়া হয়েছে। 

এর আগে গতকাল সোমবার (১৮ই মার্চ) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম বিচারপতি সাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য গেলে বিব্রত বোধ করেন ওই বেঞ্চ। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে।  

উল্লেখ্য, গত মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে শাহবাগ থানায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অ্যাডভোকেট যুথীকে এক নম্বর আসামি করা হয়। পরে ১৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন আবেদন করেন যুথী। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়