সোমবার ১৩ মে ২০২৪, বৈশাখ ৩০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ২৮ এপ্রিল ২০২৪

ভারতের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

ছবি: ইন্টারনেট

সিলেটে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারতীয় নারী দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ নিজেদের করে নিতে চাইছেন স্বাগতিক দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। এশিয়া কাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের।

শনিবার (২৭ এপ্রিল) সিলেটে দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হারমানপ্রীত কৌর ট্রফি উন্মোচন করেন।

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মেয়েদের এশিয়া কাপ সেপ্টেম্বরে বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে হতে যাওয়া এই সিরিজটিকে দুই দলের জন্যই প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। অতীত পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সেটি নিয়ে চিন্তিত নয় জ্যোতি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ।

শক্তির বিচারে সমীক্ষাতে দেখা গেছে, এখন পর্যন্ত ১৩ বার টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় মুখোমুখি হয়ে বাংলাদেশের জয়ের বিপরীতে ভারতের জয় ১১টি। ্যাংকিং শক্তিতে ভারত এগিয়ে থাকলেও অধিনায়ক হারমানপ্রীত কৌর মনে করেন ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় সহজ হবেনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রোববার বিকাল টায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়