শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রথমবার আইটেম গানে তনামি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫, ৭ নভেম্বর ২০২৩

প্রথমবার আইটেম গানে তনামি

ছবি: ইন্টারনেট

প্রজন্মের অভিনেত্রী তনামি হক। চলচ্চিত্রে কাজ করছেন তিনি। পাশাপাশি কাজ করেন ছোট পর্দাতেও। আসছে ১০ নভেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তনামি অভিনীতযন্ত্রণাসিনেমাটি। সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন তনামি।

ভালোবাসা অ্যাকশন গল্পে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ অভিনেত্রী মানসী প্রকৃতি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।

প্রসঙ্গে তনামি বলেন, সিনেমাটিতে একটি আইটেম গান রয়েছে। সে গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা।যন্ত্রণা গল্পটি ভালো। আশা করছি, সিনেমাটি সবার পছন্দ হবে।

এদিকে, তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিতচাদর অপূর্ব রানার  ‘দ্য রাইটারসিনেমা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, তনামি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা মালেক আফসারী পরিচালিত  ‘পাসওয়ার্ড জাকির হোসের রাজুরমনের মতো মানুষ পাইলাম না সিনেমা দুটিতে জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান শবনম বুবলী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়