সোমবার ২০ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতে লোকসভা নির্বাচন: ভোট পড়েছে ৬১ দশমিক ৪৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ৮ মে ২০২৪

ভারতে লোকসভা নির্বাচন: ভোট পড়েছে ৬১ দশমিক ৪৫ শতাংশ

ছবি: ইন্টারনেট

ভারতজুড়ে লোকসভার মোট ৯৩টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( মে) দিন ১০টি রাজ্য এবং একটি ইউনিয়ন এলাকাতে ভোটগ্রহণ করা হয়েছে। এদিন মোট ৬১ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে। ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন জম্মু কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত মে সেখানে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত এবং আরও চার সেনা আহত হওয়া কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়। আগামী ২৫ মে এই আসনে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মোদী এবং অমিত শাহ ছাড়াও ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজ নিজ ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া ভারতে লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। আগামী জুন চূড়ান্ত দফা ভোট গ্রহণ শেষে জুন ভোটের ফলাফল ঘোষণা করার কথা।

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের মাধ্যমে লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হলো। সূত্র: এনডিটিভি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়