শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ১৮ মে ২০২৪

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

ছবি: ইন্টারনেট

ইসরাইলকে লক্ষ্য করে ৭৫টি রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে বেশ কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করার দাবি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর।

শুক্রবার (১৭ মে) এই তথ্য জানিয়েছে ইসরাইল। বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। এই হামলায় দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, চলমান যুদ্ধের মধ্যে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহর হামলাগুলোর মধ্যে এটি অন্যতম বড় একটি হামলা।

গত বছরের ৭ই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন ৮ই অক্টোবর থেকে যুদ্ধে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ। মূলত ইসরাইলি সেনাদের ব্যস্ত রাখতেই হিজবুল্লাহর যুদ্ধে যোগ দেয়। কারণ হিজবুল্লাহ হামলা না চালালে ইসরাইল গাজায় আরও বেশি বর্বরতা চালাতো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়