রোববার ১৯ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ব্রাজিলের ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৭৫, নিখোঁজ ১০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৮, ৬ মে ২০২৪

ব্রাজিলের ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৭৫, নিখোঁজ ১০০

ছবি: ইন্টারনেট

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্দে দো সুল রাজ্য। গত সাতদিনে ব্যাপক বন্যায় রাজ্যটিতে অন্তত ৭৫ জন নিহত হয়েছে এবং আরও ১০৩ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজ্যটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাতে রোববার এক প্রতিবেদনে তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ভয়াবহ বন্যার কারণে ৮৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্কুল, জিমনেসিয়াম এবং অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ১৬ হাজার মানুষ।

বন্যার কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। এছাড়া রাস্তা-ঘাঁট ভেসে গেছে এবং বেশ কিছু সেতু ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎসংযোগ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, লাখের বেশি মানুষ পানির অভাবে দিন কাটাচ্ছে।

বন্যার কারণে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে পোর্তো অ্যালেগ্রে আন্তর্জাতিক বিমানবন্দর।

রবিবার সকালে রাজ্যের গভর্নর এডুয়ার্দো লেইত বলেন, "আমরা যে ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছি তা নজিরবিহীন।" রাজ্যের ক্ষয়ক্ষতি নিরূপণে একটি মার্শাল প্ল্যান প্রয়োজন বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে বৃহস্পতিবারের পর রোববার দ্বিতীয়বারের মত বন্যাকবলিত অঞ্চলটি পরিদর্শন করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন তিনি।

জলবায়ু বিশেষজ্ঞ ফ্রান্সিসকো এলিসেউ অ্যাকুইনো বলেছেন, বিশ্বব্যাপী উষ্ণায়ন এবং আবহাওয়ার এল নিনো পরিস্থিতির 'বিপর্যয়কর মিশ্রণের' ফলাফল ছিল ব্রাজিলে আঘাত হানা সাম্প্রতিক বিধ্বংসী ঝড়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়