বুধবার ১৫ মে ২০২৪, জ্যৈষ্ঠ ১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ২৯ এপ্রিল ২০২৪

পদত্যাগ করলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা

রাজকীয় প্রজ্ঞাপনের পরই থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা পদত্যাগ করেছেন। রোববার (২৮ এপ্রিল) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভায় রদবদলে উপপ্রধানমন্ত্রীর পদ হারানোর পর এমন সিদ্ধান্ত নিলের পার্নপ্রি বাহিদ্ধানুকারা। তার পদত্যাগ থাইল্যান্ডের অনেককেই বিস্মিত করেছে। পার্নপ্রির পদত্যাগকেঅপ্রত্যাশিতবলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।

রোববার নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। রাজকীয় প্রজ্ঞাপনে পার্নপ্রির নাম শুধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ছাড়া আরও ছয়জনকে নতুন মন্ত্রীত্ব দেয়া হয়েছে। আর মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে চারজন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়