শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ই-কমার্সে ‘স্টাইল উইথ মি’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৯, ৫ জুন ২০২২

আপডেট: ১১:০৭, ৫ জুন ২০২২

ই-কমার্সে ‘স্টাইল উইথ মি’-এর যাত্রা শুরু

ই-কমার্সে ‘স্টাইল উইথ মি’-এর যাত্রা শুরু

স্টাইল উইথ মি’- এর নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে প্রতিষ্ঠানটি ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করতো।

এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরুর দিনে বুধবার (০১ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে  এক জাকালো আয়োজন ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা এবং তদারকির দায়িত্বে ছিলেন বাংলাদেশী-আমেরিকান ব্যবসায়ীদের সংগঠন ইউএসবিসিসিআই https://usbcci.org এবং ইউএস-বিডি সফটওয়্যার এন্ড টেকনোলজি লিমিটেড http://usbdsoft.com। ‘স্টাইল উইথ মি’-এর মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের কাজের তদারকির সামগ্রিক বিষয়টি দেখছে ইউএসবিডিসফট। এই টেকনোলজি প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে থাকে। যারা ইউএসবিসিসিআই-এর সদস্য হয়েছেন বা হবেন, তাদের যেকোনো টেকনোলজিক্যাল সাপোর্টের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নানান আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে।

ইউএসবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ ‘স্টাইল উইথ মি’-এর প্রতি শুভেচ্ছা বার্তায় বলেন, বর্তমানে খুবই প্রচলিত একটি শব্দ উদ্যোক্তা। পুরো ব্যবসায় যিনি সম্পূর্ণ ঝুঁকি নেন তিনিই উদ্যোক্তা। বর্তমান পৃথিবীতে পুরুষদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংখ্যা আশানুরূপ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। একজন উদ্যোক্তা নারী নিজের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অন্যান্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করছেন। সুমনা কে. রিমির উদ্যোগে যাত্রা শুরু করা ‘স্টাইল উইথ মি’ এফ-কমার্স প্রতিষ্ঠান থেকে ই-কমার্স জগতে প্রবেশ করছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও এর সঙ্গে জড়িত সকলকে সাধুবাদ জানাই। যেসব নারীরা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য ‘স্টাইল উইথ মি’ একটি অনন্য দৃষ্টান্ত হতে পারে। বাংলাদেশী-আমেরিকান নারীরা অনলাইন বিজনেসের মাধ্যমে বিভিন্ন পণ্য সরবরাহ করে ঘরে বসেই যেভাবে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তুলতে সক্ষম হচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

স্টাইল উইথ মি’-এর উদ্যোক্তা সুমনা কে. রিমি জানান, একটি স্বাধীন পেশা হিসেবে আমি উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছি। প্রথমে আমি স্বল্প পরিসরে শুরু করেছি এফ-কমার্স। আমাদের ফেসবুক পেইজ লিংক http://https://www.facebook.com/stylewithmeinc এবং https://www.facebook.com/Stylewithme1123 ওয়েবসাইট http://stylewithmeusa.com। এর মাধ্যমে আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই। আমি একটু একটু করে ব্যবসাটা ডেভেলপ করছি। এরই ধারাবাহিকতায় আজকের এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ লঞ্চিং। আমি মনে করি, ট্রেন্ড অনুযায়ী ফ্যাশন সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি এই ব্যবসা যে কেউ বাসায় বসে করতে পারেন। তবে ইচ্ছার পাশাপাশি পরিশ্রমও করতে হবে ।

তিনি বলেন, ই-কমার্স মেয়েদের জন্য স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। বাংলাদেশী-আমেরিকান পরিপ্রেক্ষিতে নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে এফ-কমার্স এবং ই-কমার্স। এই সেক্টরে নারী উদ্যোক্তাদের সংখ্যা যে হারে বাড়ছে, তা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বেশ ইতিবাচক। আজ আমার প্রতিষ্ঠান এফ-কমার্স থেকে ই-কমার্সে প্রবেশ করছে। বরাবরের মতোই প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পণ্য দ্রুত সময়ে সরবরাহ করতে পারবো গ্রাহকদের কাছে, এটাই আমার প্রত্যয়। একজন নারী উদ্যোক্তা হিসেবে দায়িত্বশীলভাবে আমি ব্যবসা পরিচালনা করে যেতে চাই। আশা রাখি, আমার এই উদ্যোক্তা হওয়ার যাত্রায় সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। ‘স্টাইল উইথ মি’-এর মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট লঞ্চিংয়ের আজকের এই আয়োজনের উপস্থিতি ও সহযোগী সবার প্রতি ভীষণ কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাইল উইথ মি-এর প্রেসিডেন্ট সুমনা কে. রিমি, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)-এর প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, বিউটিফুল লেডিস অফ ইউএসএ-এর এডমিন তান্নি আফরিন , ফাহমি সিলভিয়া আখন, নাদিয়া চোধুরী, কুইন্স বিস ইউএসএ-এর এডমিন রুমা আহমেদ, আনিকা তাসনিম, রুপন্তি রুপ, তানজিন সুলতানা, সামাজিক উদ্যোক্তা মোহাম্মদ হিমেল সোসাল এন্টারপেন্নার, ইউএস-বাংলাদেশ চেম্বারের পরিচালক শেখ ফরহাদ এবং সদস্য ওবায়েদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক লাভলু আনসার, চ্যানেল আই উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি রাশেদ আহমেদ, এটিএন বাংলা উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি কানু দত্ত, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক শাখওয়াত হোসেন সেলিম, চ্যানেল৭৮৬-এর সম্পাদক মোহাম্মদ শহিদ উল্লাহ সহ যুক্তরাষ্ট্র প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ও গণমাধ্যম প্রতিনিধিগণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়