রোববার ০৫ মে ২০২৪, বৈশাখ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ২৫ এপ্রিল ২০২৪

‘গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে’

ছবি: ইন্টারনেট

গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে যেকোন মূল্যে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় নির্বিঘ্ন ভোট প্রদান নিশ্চিতে পুলিশ-প্রশাসনের প্রতি নির্দেশ দেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। তাই উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ন হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করতে হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়