রোববার ০৫ মে ২০২৪, বৈশাখ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ২৫ এপ্রিল ২০২৪

পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!

ছবি: ইন্টারনেট

বহুবছর পর আবার একমঞ্চে গাইবে তরুণদের সাড়া জাগানো ব্যান্ডব্ল্যাক ১৯৯০ সালে জন বাল্যবন্ধু জন কবির, মেহমুদ আফ্রিদি টনি, খাদেমুল জাহান নিয়ে তৈরি হয় ব্যান্ডটি। তাঁদের সঙ্গে যুক্ত হন তাহসান রহমান খান মাহমুদুল করিম মিরাজ। ২০০০ সালের দিকে এসে ভেঙে যায় তুমুল আলোচিত দলটি। 

আবারও ফিরছেন ব্যান্ডটির সদস্যরা। ১০ই মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোন কনসার্টটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান, জন জাহান।

তাহসান জানালেন, এদিন ব্যান্ডটির সর্বশেষ মুক্তি পাওয়াসমান্তরালগানটির ভিডিও চিত্র মুক্তি পেতে যাচ্ছে গত বছর এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রকাশ পেয়েছিল। ছাড়া কনসার্টে ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক।   

প্রসঙ্গত, ব্ল্যাকের শুরুর দিকে তাঁদের লিড ভোকালিস্ট ছিলেন জন কবির। কি-বোর্ড বাজাতেন সঙ্গে গান লিখতেন তাহসান।

তবে ২০০৫ সালের ২০ এপ্রিল চট্টগ্রামে কনসার্ট শেষ করে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে ব্ল্যাকের সদস্যরা। এরপর আর একসঙ্গে তাঁদের বাজানো হয়ে উঠেনি তাদের। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়