রোববার ০৫ মে ২০২৪, বৈশাখ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মিয়ানমারে ফেরত গেছে ২৮৮ সেনা-বিজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ২৫ এপ্রিল ২০২৪

মিয়ানমারে ফেরত গেছে ২৮৮ সেনা-বিজিপি

ছবি: ইন্টারনেট

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ ২৮৮ জনকে ফেরত পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়।

ফেরত যাওয়াদের মধ্যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি ছাড়াও কয়েকজন সেনা সদস্য রয়েছে।

বিজিবি জানায়, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটির সেনা সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যসহ ২৮৮ জন সদস্য সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের বাস যোগে নাইক্ষ্যংছড়ি টেকনাফ থেকে বৃহস্পতিবার সকাল ৬টার সময় বিজিবি কোস্টগার্ডের কড়া নিরাপত্তায় আনা হয় নুনিয়াছড়া ঘাটে। সেখানে ফেরত কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে একে একে তোলা হয় বাংলাদেশি জাহাজে। সকাল পৌনে টায় জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যান।

এর আগে মিয়ানমারের জাহাজে আসা দেশটির প্রতিনিধিদের কাছে বাংলাদেশের আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ জনকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়