সোমবার ০৭ অক্টোবর ২০২৪, আশ্বিন ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবমেরিন ক্যাবল বন্ধ, ইন্টারনেটে ধীরগতি যে কারণে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২০ এপ্রিল ২০২৪

সাবমেরিন ক্যাবল বন্ধ, ইন্টারনেটে ধীরগতি যে কারণে

ছবি: ইন্টারনেট

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এটি পুরোপুরি ঠিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ।

তিনি জানান, সিঙ্গাপুরে ফাইবার কেবল কাঁটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই- দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে দেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ক্যাবল মেরামত করে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন দিন লাগবে।

মির্জা কামাল আহমেদ জানান, পরিস্থিতি সামাল দিতে সিমিউই- সাবমেরিন কেবল দিয়ে বিকল্পভাবে ব্যান্ডউইথ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ১২টার পর সমস্যা শুরু হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়