শনিবার ১১ মে ২০২৪, বৈশাখ ২৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সপ্তাহের ব্যবধানে আকরিক লোহার ব্যাপক দরপতন

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ৪ জানুয়ারি ২০২৩

সপ্তাহের ব্যবধানে আকরিক লোহার ব্যাপক দরপতন

ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার ( জানুয়ারি) আকরিক লোহার সরবরাহ মূল্য কমেছে। চীনে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এতে দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে বিশ্ববাজারে শক্ত ধাতুটির দরপতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। গত ডিসেম্বরে দেশটিতে কোভিড-১৯ সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়েছে। ফলে সেখানে কল-কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে।

সম্প্রতি করোনা বিধিনিষেধ শিথিল করে বেইজিং। এতে সম্পত্তি খাতে কার্যক্রম পুনরায় শুরু হয়। ফলে লৌহ আকরিকের চাহিদা পুনরুদ্ধার হয়। তবে আবার নিম্নমুখী হতে শুরু করেছে।

চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আকরিক লোহার আগামী মে মাসের চুক্তি মূল্য দশমিক শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৪২ ইউয়ানে বা ১২১ দশমিক ৬৬ ডলারে।

গত সপ্তাহে টনপ্রতি আকরিক লোহা বিক্রি হয় ৮৬৭ দশমিক ৫০ ইউয়ানে। গত মাসের বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ ছিল। এরপর থেকেই কঠিন ধাতুটির দাম কমছে। সপ্তাহের ব্যবধানে যার ব্যাপক দরপতন ঘটেছে

ইস্পাত তৈরির প্রধান উপকরণ আকরিক লোহা। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও যার চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক শতাংশ। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে ১১৬ দশমিক ২০ ডলারে।

এসপি অ্যাঙ্গেলের বিশ্লেষক জন মেয়ের বলেন, চীনে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার ফ্যাক্টরিতে উৎপাদন, পরিবহন সরবরাহে, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়