ছবি: ইন্টারনেট
চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ২ পাইলটের মধ্যে আসিম জাওয়াদ নামের ১ পাইলট মারা গেছেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আহত কো-পাইলট উইং কমান্ডার সুহানের চিকিৎসা চলছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সকালে ওই প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের ১১ নং ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের বিপরীত পাশে এইচ এম স্টিল ফ্যাক্টরির সামনে কর্নফুলী নদীতে পড়ে তলিয়ে যায়।
আহতদের মধ্যে পাইলট আসিম জাওয়াদ দুপুর ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত সুহান জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়ার্ডন চিকিৎসারত আছেন।