শুক্রবার ১৭ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন

১ মাসে ইসলামী ব্যাংকগুলোর সম্পদ কমেছে ১৩ হাজার কোটি টাকার বেশি

প্রকাশিত: ১২:৫৪, ৩০ এপ্রিল ২০২৪

১ মাসে ইসলামী ব্যাংকগুলোর সম্পদ কমেছে ১৩ হাজার কোটি টাকার বেশি

ছবি: ইন্টারনেট

এক মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকগুলোর ১৩ হাজার কোটি টাকারও বেশি সম্পদ কমেছে বলে জানিয়েছে ব্যাংলাদেশ ব্যাংক। সোমবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংক অর্থায়ন বিষয়ক এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, ২০২৩ সালের নভেম্বরে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর সম্পদ ছিল লাখ ২৭ হাজার ৬৭৭ কোটি টাকা। যা ডিসেম্বরে নেমে আসে লাখ ১৪ হাজার ৪৮৭ কোটি টাকায়।

তবে সাধারণ ধারার ব্যাংকের ইসলামিক উইন্ডো শাখার সম্পদ বেড়েছে। প্রতিবেদনে দেখা যায়, সম্পদ কমলেও মাসের ব্যবধানে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানত বাড়ে হাজার ৪৪৭ কোটি টাকা।

এর আগে গত ২৩ এপ্রিল নিলামের মাধ্যমে ৩২টি ব্যাংক চারটি এনবিএফআই রেপো তারল্য সহায়তা সুবিধার আওতায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৩ হাজার ২০ কোটি টাকা ধার নেয়। তারল্য সংকট কাটিয়ে উঠার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয়া অব্যাহত রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

ওই সময় জানা যায়, নিলামের মাধ্যমে ১৮টি ব্যাংক চারটি এনবিএফআই সাতদিন মেয়াদি রেপো সুবিধার মাধ্যমে হাজার ৫৬৩ কোটি টাকা ধার নেয়। আর একদিনের তারল্য সহায়তা সুবিধার মাধ্যমে হাজার ৪৫৭ কোটি টাকা ধার নিয়েছে ১৪টি ব্যাংক। সুদের হার ছিল যথাক্রমে দশমি ১০ শতাংশ শতাংশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়