সোমবার ২০ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তিস্তা প্রকল্পে সহায়তা করতে আগ্রহী ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ৯ মে ২০২৪

তিস্তা প্রকল্পে সহায়তা করতে আগ্রহী ভারত

ছবি: ইন্টারনেট

তিস্তা বহুমুখী প্রকল্পে সহায়তা করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি জানান, দুই দেশের প্রয়োজন পূরণ হয়, সেই বিষয়টি লক্ষ্য রেখেই এই প্রকল্প নেয়া হবে।

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা আজ (৯ মে) বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের কানেকটিভিটি বাড়ানো, ভিসা সহজ করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ভিসা সহজ করতে বাংলাদেশে তাদের লোকবল বাড়ানোর কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব।

এছাড়া, সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

দুজনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়েও আলোচনা হয়েছে।

এরআগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন ভারতের পররাষ্ট্র সচিব। সময় তিনি প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

দুই দিনের সফরে বুধবার বিকেলে বাংলাদেশে আসেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়