বুধবার ০৮ মে ২০২৪, বৈশাখ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

’রাশিয়া থেকে নয়, ভারতের তেল কিনতে পারি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ৫ সেপ্টেম্বর ২০২২

’রাশিয়া থেকে নয়, ভারতের তেল কিনতে পারি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তৃতীয় কোন দেশের তেল ভারতের মাধ্যমে কেনার পরিকল্পনা নেই বাংলাদেশের। তাই রাশিয়ার নয়, সরাসরি ভারত থেকে জ্বালানি পণ্যটি কেনা হতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফরে নিয়ে আলোচনা হবে।

রোববার ( সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলাপ হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের সঙ্গে নিয়ে আলোচনার প্রশ্নই ওঠে না।

প্রধানমন্ত্রী থেকে সেপ্টেম্বর ভারত সফর করবেন। উদ্বোধনী দিনে তাকে অভ্যর্ত্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী কর্তা ব্যক্তিরা।

এবার শেখ হাসিনার সফর সঙ্গী হবেন ক্ষমতাসীন সরকারের মন্ত্রী কর্মকর্তারা।  সবশেষ ভারতের প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদীর আমন্ত্রণে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়