শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৪ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভৈরবে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৮

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২৩ মার্চ ২০২৪

আপডেট: ১৫:৩৬, ২৩ মার্চ ২০২৪

ভৈরবে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৮

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের মেঘনা নদীতে বাল্ডহেডের ধাক্কায় নৌকাডুবিতে একজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও আটজন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ভৈরব সেতু এলাকা মেঘনা নদীর পাড় থেকে ১৬ জন যাত্রী নিয়ে আশুগঞ্জ সোনারামপুর চরে ঘুরতে যায় একটি নৌকা।

ভ্রমণ শেষে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন ও নৌ পুলিশ ১০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যায়। এছাড়া ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল (৩০) এবং তার স্ত্রী আনিকা বেগম (২০) ও দুই সন্তানসহ ছয়জন এখনো নিখোঁজ রয়েছে।

নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের এএসপি হুমায়ুন কবীর আকন্দ জানান, মেঘনা নদীর আশুগঞ্জ সোনারামপুর চরে থেকে পর্যটক বাহী নৌকা ভৈরবে আসার পথে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে নৌ পুলিশ নদী থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী হাসপাতালে নেয়ার পর মারা যায়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারের জন্য নৌ পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়