শনিবার ০৪ মে ২০২৪, বৈশাখ ২০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, মিলল কত?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ২১ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:২৭, ২১ এপ্রিল ২০২৪

পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, মিলল কত?

ছবি: ইন্টারনেট

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্সে এবার পাওয়া গেছে ৭ কোটি ৭৮ লক্ষ ৬৭ হাজার ৫৩৭ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। শনিবার সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। গণনা চলে শনিবার মধ্যরাত পর্যন্ত।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে শনিবার খোলা হয় ৯টি দানবক্স। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তার উপস্থিতিতে দানবক্সগুলো থেকে ২৭ বস্তা টাকা বের করে আনা হয়। শনিবার সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত গণনা চলে। কর্তৃপক্ষ জানায়, এবার সব রেকর্ড ভেঙ্গে ৭ কোটি ৭৮ লক্ষ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গেছে।

দানবক্সের টাকা ভর্তি বস্তাগুলো গণনার জন্য নেয়া হয় মসজিদের দোতালায়। গণনার কাজে ব্যাক কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেয় পাগলা মসজিদ নূরানী কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৮০ জন শিক্ষক-শিক্ষার্থী। এছাড়া দানবক্সে পাওয়া যায় স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। কঠোর নিরাপত্তায় ব্যাংকে টাকা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. রাসেল শেখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়