শুক্রবার ১৭ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পর্যবেক্ষণে খালেদা জিয়া

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ২ মে ২০২৪

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পর্যবেক্ষণে খালেদা জিয়া

ছবি: ইন্টারনেট

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট কিংবা কৃত্তিম লিভার সংযোজনের জন্য ফের বিদেশে নেয়ার তাগিদ দিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। 

আপাতত কেবিনে রেখে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

তিনি বলেন, চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ই জানুয়ারি বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত বছরের ৯ই আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। সেখানে পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়