শুক্রবার ১৭ মে ২০২৪, জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ২ মে ২০২৪

মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত: ফখরুল

ছবি: ইন্টারনেট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন এক সময় মে দিবস পালিত হচ্ছে,যখন গণতন্ত্রকামী মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বাম-ডান একসাথে হয় সরকার সরানোর চেষ্টা করছে। অতি বাম-অতি ডান নয়, দেশের সব মানুষ বলছে, এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার হরণ করা হয়েছে।

গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এটাই সরকারের অপরাধ। ডামি নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছে এই সরকার।

তিনি আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে, খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তুপ থেকে জেগে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিএনপি অতীতেও পরাজিত হয়নি এখনও হবে না। অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে আরও করতে প্রস্তত থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সমগ্র বাংলাদেশে লুটপাটের রাজ কায়েম করেছে। নিজেদের লোকদের সুবিধা দিতে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

এখন আর চুপ থাকলে চলবে না। সকল রাজনৈতিক দল, সকল মতকে অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে লক্ষ্য অর্জন করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়