বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, জ্যৈষ্ঠ ২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৮, ২৯ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৫০, ২৯ এপ্রিল ২০২৪

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়!

ছবি: ইন্টারনেট

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ (সোমবার) চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এখন পর্যন্ত চলতি মৌসুমে সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ছিল ১৩ শতাংশ। বেলা ৩টার পর আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ যেন কমছেই না। প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। জীবন ও জীবিকার তাগিদে অসহনীয় গরমেই কাজ করতে হচ্ছে।

সূর্যের প্রচন্ড খরতাপের নীচে জমিতে কাজ করছেন দিন মজুররা। তাদের অনেকে ভাষ্য জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে তাদের।

গরমে এ জেলার অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শিশু এবং কিশোররা রয়েছেন বেশি ঝুঁকিতে। ভিড় বাড়ছে জেলা সদর হাসপাতালে। পানি শূন্যতায় ভুগছেন অনেকেই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়