
ছবি সংগৃহীত
নাটোরে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছিলো। এ সময় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে দাঁড়ায় ও আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে মাইক্রোবাসটি আগুনে পুড়ে যায়।
তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। পুড়ে যাওয়া মাইক্রোবাসটির চালককে খুঁজছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ জানান, ঘটনার তদন্ত চলছে, তদন্ত না করে এ বিষয়ে কিছুই বলা সম্ভব হচ্ছে না।