
অপহৃত শিক্ষার্থী দিপীকা চাকমা
রাঙামাটির সাজেকে যাওয়ার পথে এক পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের সিজকছড়ি নামক স্থানে শিক্ষার্থী দিপীকা চাকমা তুলে নিয়ে যায়।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০
থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দিপীকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী পর্যটককে উদ্ধারে কাজ শুরু করেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, বাকি সবাই সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে। দিপীকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।
স্থানীয়ভাবে জানা যায়, দিপীকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। যে এলাকা থেকে পর্যটককে অপহরণ করা হয়েছে সেটি ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে