
ফাইল ফটো
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে পৌর এলাকার কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামক কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ‘সকাল ৮টার দিকে ওই কারখানায় নির্মাণাধীন ভবনে শ্রমিকরা কাজ করছিল। এ সময় রডের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রডের স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি জানান, নিহত শ্রমিকের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের কাজ চলছে।